thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

‘বিরোধী দল ছাড়া সর্বদলীয় সরকার অসত্য’

২০১৩ নভেম্বর ১৯ ১৭:৪৩:১৬
‘বিরোধী দল ছাড়া সর্বদলীয় সরকার অসত্য’

দিরিপোর্ট প্রতিবেদক : বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন,প্রধানমন্ত্রী

নবগঠিত মন্ত্রিসভাকে ‘সর্বদলীয়’ সরকার বলছেন যা বিস্ময়কর এবং অসত্য।

মঙ্গলবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা বলেন তিনি।

বিবৃতিতে সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরী বলেন, যতক্ষণ পর্যন্ত প্রধান বিরোধী দলের সদস্যরা এই সরকারে সম্পৃক্ত হতে রাজি না হন, ততক্ষণ পর্যন্ত এই সরকার একটি মহাজোট সরকার মাত্র।

তিনি বলেন, জনগণের দাবি নির্দলীয় নিরপেক্ষ সরকার। যতক্ষণ পর্যন্ত এই দাবি পূরণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত জনগণের দাবি মানা হবে না এবং একটি নিরপেক্ষ নির্বাচনও অনুষ্ঠিত হবে না।

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, বৃহত্তর স্বার্থে নির্বাচনের আগে, নির্বাচনের সময় এবং নির্বাচনের পরবর্তী সময় সহিংসতা প্রতিরোধে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠান যত দ্রুত হয় ততই দেশের জন্য মঙ্গল।

তিনি বলেন, যেহেতু আগের মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগপত্র এখনও গৃহীত হয় নাই, সেহেতু বর্তমানে মন্ত্রিসভায় ৬৬ জন মন্ত্রী রয়েছেন। নতুন যে মন্ত্রিসভা গঠন করা হলো তাকে ‘মাননীয়’ প্রধানমন্ত্রী সর্বদলীয় সরকার বলছেন, এটি বিস্ময়কর এবং অসত্য বক্তব্য।

বি চৌধুরী বলেন, নবগঠিত মন্ত্রিসভায় মহাজোটের বাইরে কেউ নেই। সুতরাং এই সরকার মোটেও সর্বদলীয় সরকার নয়। বরং মহাজোট সরকারকে পুনর্গঠিত করা হয়েছে।

তিনি বলেন, এইচএম এরশাদকে সন্তুষ্ট করার জন্যই মন্ত্রিসভায় তার দলের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে মাত্র। এর ফলে এই সরকারের সর্বদলীয় কোনো রূপ নাই।

(দিরিপোর্ট/এসএ/এসবি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর