thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

সুস্থ হয়ে সফু আবার ডিবি কার্যালয়ে

২০১৩ নভেম্বর ১৯ ২০:২৬:২৯
সুস্থ হয়ে সফু আবার ডিবি কার্যালয়ে

দিরিপোর্ট প্রতিবেদক : পুলিশ হেফাজতে (রিমান্ড) থাকা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলীর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আবার ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে সফু অসুস্থ হয়ে পড়লে মঙ্গলবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়।

সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের ৪নং টিম সফুকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে ডিবি পুলিশ স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুকে আটক করে।

রমনা থানায় দায়ের করা গাড়ি পোড়ানো, পুলিশের কাজে বাধা দেওয়া ও বিস্ফোরক আইনের মামলায় শুক্রবার দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

(দিরিপোর্ট২৪/এস/এফএস/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর