thereport24.com
ঢাকা, বুধবার, ১ জানুয়ারি 25, ১৮ পৌষ ১৪৩১,  ১ রজব 1446

মহাজোট ছাড়ায় জাপার আনন্দ মিছিল

২০১৩ নভেম্বর ১৯ ২১:০০:০৪
মহাজোট ছাড়ায় জাপার আনন্দ মিছিল

দিরিপোর্ট প্রতিবেদক : জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ মহাজোট ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ায় আনন্দ মিছিল করেছেন দলটির নেতা-কর্মীরা।

রাজধানীর খিলগাঁও ও শ্যামপুর এলাকায় মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিল করেন তারা।

খিলগাঁও থানার উদ্যোগে আনন্দ মিছিলটি সিপাইবাগ থেকে শুরু হয়ে গোড়ান, তিলপাপাঁড়া হয়ে খিলগাঁও চৌরাস্তায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সংগঠনের সভাপতি আবুল বাসার বাসু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খাঁন, এমএ কাইয়ুম, জমির আলী প্রমুখ।

এ ছাড়া রাজধানীর শ্যামপুর ও কদমতলী এলাকায় আনন্দ মিছিল করেছেন দলটি নেতা-কর্মীরা।

শ্যামপুর রাজাবাগে অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু হোসেন বাবলা, রফিকুল ইসলাম ঠান্ডু, ইব্রাহিম মোল্লা ও জহিরুল ইসলাম জহির।

(দিরিপোর্ট/এসএ/এআইএম/এসবি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর