thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১,  ২৪ জমাদিউস সানি 1446

যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তি করেনি : নরওয়ে

২০১৩ নভেম্বর ১৯ ২১:০৫:১৫
যুক্তরাষ্ট্র গুপ্তচরবৃত্তি করেনি : নরওয়ে

দিরিপোর্ট ডেস্ক : নরওয়ের গোয়েন্দা দফতর জানিয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে কোনো গুপ্তচরবৃত্তি চালায়নি। বরং দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে গোয়েন্দা তথ্য আদান-প্রদান করেছে।

যুক্তরাষ্ট্র গত শীতে এক মাসে দেশটির ৩৩ মিলিয়ন ফোনালাপ রেকর্ড করেছে- নরওয়ের একটি পত্রিকায় এমন প্রতিবেদন প্রকাশের পর মঙ্গলবার দেশটির গোয়েন্দা পরিদফতর এ তথ্য জানায়।

দি ডেইলি দেগব্লাদেত নামের ওই পত্রিকায় বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এনএসএ ন্যাটোর মিত্র দেশ নরওয়ের উপর গুপ্তচর বৃত্তি করেছে। সংস্থাটি গত ডিসেম্বর-জানুয়ারিতে প্রায় ৩৩ হাজার নরওয়ের নাগরিকের ফোনালাপ রেকর্ড করে।

নরওয়ের গোয়েন্দা প্রধান লেফটেনেন্ট জেনারেল কেজেল গ্রান্দাগেন জানান, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ এবং বহিঃবিশ্বের সামরিক অভিযানের ব্যাপারে তথ্য সংগ্রহের জন্য নরওয়ে ও আমেরিকা যৌথভাবে ওই সব তথ্য সংগ্রহ করেছিল।

তিনি বলেন, আমেরিকানদের সঙ্গে যৌথভাবে সংগৃহীত এসব তথ্য নরওয়ের বিরুদ্ধে ব্যবহারের জন্য ছিল না।

(দিরিপোর্ট/এআইএম/এমডি/নভেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর