thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

২০১৩ নভেম্বর ২০ ১৩:২৫:০৭
নির্বাচনে অংশ নেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট

দিরিপোর্ট প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এজন্য শতাধিক আসনে প্রার্থী দিবে দলটি।

বুধবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান মাওলানা এম এ মান্নান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, নিবন্ধিত দল হিসেবে ইসলামী ফ্রন্ট ১৯৯১, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল। সাংবিধানিক ধারা অব্যাহত রাখতে এবং জামায়াত-শিবির ও হেফাজতের বিরুদ্ধে মাঠে জনমত গড়ে তুলতে আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনেও তারা অংশ নেবেন। এ জন্য বিরোধী দলকেও নির্বাচনে অংশগ্রহণের আহবান জানান তিনি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে দলের মহাসচিব মাওলানা এম এ মতিন, প্রেসিডিয়াম সদস্য সিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আব্দুস সামাদ, মাওলানা মাসউদ হোসাইন আল কাদেরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট/কেএ/এমসি/জেএম/নভেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর