thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

২০১৩ নভেম্বর ২০ ১৯:৪০:২৮
সেনাকুঞ্জে যাচ্ছেন খালেদা জিয়া

দিরিপোর্ট প্রতিবেদক : সশস্ত্র বাহিনী দিবস বৃহস্পতিবার। দিবসটি উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

অনুষ্ঠানে খালেদা জিয়ার যোগদানের বিষয়টি বুধবার সন্ধ্যায় দিরিপোর্টকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী।

তিনি বলেন, ‘সেনাকুঞ্জের আয়োজনে বিরোধীদলীয় নেতা অবশ্যই যোগ দেবেন। না যাওয়ার কোনো কারণ নেই।’

তিনি আরও বলেন, ‘সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে আমাদেরও দাওয়াত পাওয়ার কথা। যেহেতু পাইনি। তাই আমরা যেতে পারছি না।’

চেয়ারপারসনের প্রধান নিরাপত্তা কর্মকতা মেজর জেনারেল (অব.) এলাহী আকবর চৌধুরী দিরিপোর্টকে বলেন, ‘সেনাকুঞ্জে যাওয়ার বিষয়টি ঠিক হয়নি। রাত ১০টার পর জানাতে পারবো।’

চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল সোহেল দিরিপোর্টকে বলেন, ‘আমি বিষয়টি এখনও জানি না। গুলশান কার্যালয়ে যাচ্ছি। পরে জানাতে পারবো।’

(দিরিপোর্ট/টিস/এমএইচ/এনডিএস/নভেম্বর ২০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর