thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

‘নির্বাচনকালীন মন্ত্রিসভা ২৫ সদস্যের’

২০১৩ নভেম্বর ২১ ১১:৪৫:৩৫
‘নির্বাচনকালীন মন্ত্রিসভা ২৫ সদস্যের’

দিরিপোর্ট প্রতিবেদক : তফসিল ঘোষণার পর নির্বাচনকালীন মন্ত্রিসভা সম্প্রসারণের আর সুযোগ থাকবে না বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়া নির্বাচনকালীন মন্ত্রিসভা ২৫ সদস্যের বেশি হবে না বলেও মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, আজ গেজেট (দফতর বণ্টন ও পদত্যাগপত্র গ্রহণ) হবে, এটা ‘আই এ্যাম টপ সিয়র’। এ ব্যাপারে কোন সন্দেহ নেই। আজকের পর আর কোন ধোঁয়াশা থাকবে না।

নির্বাচনকালীন মন্ত্রিসভা সর্বোচ্চ ২৫ সদস্যের হতে পারে জানিয়ে কাদের বলেন, ‘যতটা জেনেছি ২১ থেকে ২৫ সদস্যের বেশি হবে না। তবে বিএনপি আসলে সর্বদলীয় সরকারের আকার আরো বড় হতে পারে।’

তিনি বলেন, ‘আশা করি বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট আসবে। তারা আসলে বিষয়টি সুন্দর হবে। তবে তফসিল ঘোষণার পর আর সম্প্রসারণের সুযোগ থাকবে না।’

যোগাযোগমন্ত্রী আরো বলেন, ‘পুরাতনদের মধ্যে যারা সর্বদলীয় সরকারে থাকবেন, তাদের পূর্ব পদেই বহাল থাকার সম্ভাবনা আছে। তবে কোনো পরিবর্তন হবে কিনা সেটা প্রধানমন্ত্রীই জানেন।

গাড়ি না ভেঙে ছাত্রদলের কর্মীদের রাস্তায় নামতে মির্জা ফখরুল ইসলামের আহ্বানের প্রতিক্রিয়ায় কাদের বলেন, ‘তাকে ধন্যবাদ যে তিনি স্বীকার করেছেন তারা গাড়ি ভাংচুর তথা সহিংসতার রাজনীতি করেন। তারা সহিংসতার পথ ছেড়ে শান্তির পথে আসবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, সোমবার নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

(দিরিপোর্ট/আরএমএম/এমসি/এমডি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর