thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

আরেফিন রুমি গ্রেফতার

২০১৩ অক্টোবর ১২ ০৯:৫২:২৫ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আরেফিন রুমি গ্রেফতার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সংগীতশিল্পী আরেফিন রুমিকে নারী নির্যাতন মামলায় গ্রেফতার করেছে পুলিশ। মোহাম্মদপুর থানার এএসআই মাহমুদুল হাসান এ তথ্য জানিয়েছেন। দিরিপোর্ট২৪ ডটকমকে তিনি জানান, শুক্রবার রাতে আরেফিন রুমির প্রথম স্ত্রী অনন্যা তার স্বামীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেন।

এর প্রেক্ষিতে মোহাম্মদপুর কাটাসুর এলাকার কাদেরাবাদ হাউজিংয়ের বাসা থেকে শনিবার সকাল পৌনে ৭টায় আরেফিন রুমিকে গ্রেফতার করে পুলিশ।

প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে গত বছর রুমি আমেরিকা প্রবাসী ভক্ত কামরুন নেসাকে বিয়ে করেন। রুমি-অনন্যা দম্পতির আরিয়ান নামে একটি ছেলেও রয়েছে।

বেশ কয়েক মাস যুক্তরাষ্ট্রে অবস্থানের পর গত সপ্তাহে দেশে ফেরেন আরেফিন রুমি।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর