thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

থাকছেন না ফারুক খানও

২০১৩ নভেম্বর ২১ ১৪:৫২:৪৭
থাকছেন না ফারুক খানও

দিরিপোর্ট প্রতিবেদক : নির্বাচনকালীন মন্ত্রিসভায় থাকছেন না মোহাম্মদ ফারুক খানও। যিনি মহাজোট সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। যদিও এ বিষয়ে আদেশ জারি করা হয়নি।

চলতি বছরের হজফ্লাইট পরিচালনা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে নিজের না থাকার কথা জানান তিনি। নির্বাচনকালীন সরকারে থাকছেন কী না জানতে চাইলে ফারুক খান বলেন, আমি থাকছি না মনে হয়। শেষ অফিস করছি আজ। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে আমাকে বিদায় জানাতে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী খুবই গণতান্ত্রিকভাবে গত এক মাস ধরে সবাইকে আমন্ত্রণ জানিয়ে সুষ্ঠু নির্বাচনের জন্য একটি সর্বদলীয় সরকার গঠন করতে যাচ্ছেন। বিরোধী দল যদি দেশের উন্নয়ন চায় ও জনগণকে ভালোবাসেন তবে সর্বদলীয় সরকারে তারা যোগ দেবেন।

পদত্যাগের গেজেট প্রকাশের আগেই এর আগে গত ১৯ নভেম্বর সচিবালয় থেকে বিদায় নেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আবুল কালাম আজাদ। বুধবার বিদায় নেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি।

নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের জন্য ১১ নভেম্বর সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তারিখবিহীন পদত্যাগপত্র জমা দেন মন্ত্রিসভার সদস্যরা।

তবে মহাজোট সরকারের মন্ত্রিসভার কোন কোন সদস্যের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে সে বিষয়ে এখানো কোনো আদেশ জারি করা হয়নি। অপরদিকে নির্বাচনকালীন মন্ত্রিসভার সদস্যদের দফতর বণ্টন করে আদেশও জারি করেনি মন্ত্রিপরিষদ বিভাগ।

(দিরিপোর্ট/আরএমএম/এপি/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর