thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

‘ক্ষমতা ছাড়লেও বিপদ, না ছাড়লেও বিপদ’

২০১৩ নভেম্বর ২১ ১৭:৪৪:৪১
‘ক্ষমতা ছাড়লেও বিপদ, না ছাড়লেও বিপদ’

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘বর্তমান সরকার জোর করে আবারও ক্ষমতায় আসতে চায়। এ মুহূর্তে সরকার ক্ষমতা ছাড়লে বিপদ, না ছাড়লেও বিপদ। কারণ জনগণ তাদের আর ক্ষমতায় চায় না। আর ক্ষমতা ছেড়ে সরকার বিপদেও পড়তে চায় না।’

জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বৃহস্পতিবার বিকেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে ‘গণতন্ত্র জাতীয়তাবাদী রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এ আলোচনা সভা আয়োজন করে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বক্তব্যের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘সর্বদলীয় নয়, বহুদলীয় নয়, আমরা চাই নির্দলীয় সরকার।’

তিনি বলেন, ‘জনগণের আন্দোলন চলছে, আন্দোলন চলবে। বর্তমানের এ আন্দোলন আরও জোরদার করা হবে। বিশেষ করে ঢাকায় আন্দোলন জোরদার করা হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাবের সভাপতি ড. আজিজুল হক। আরও উপস্থিত ছিলেন- ড্যাবের মহাসচিব ডা. এ জেড এন জাহিদ হোসেন, সাংবাদিক শওকত মাহমুদ প্রমুখ।

(দিরিপোর্ট/এমএইচ/এমএইচও/এনডিএস/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর