thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘সরকার বাইরের শক্তি নিয়ে ক্ষমতায় থাকতে চায়’

২০১৩ নভেম্বর ২১ ১৯:৩৭:১০
‘সরকার বাইরের শক্তি নিয়ে ক্ষমতায় থাকতে চায়’

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আসম হান্নান শাহ বলেছেন, ‘এ সরকার বাইরের শক্তি দিয়ে ক্ষমতায় থাকতে চায়।’

জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে বৃহস্পতিবার বিকেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৪৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ আলোচনা সভার আলোচনা করে।

হান্নান শাহ বলেন, ‘এ সরকার বাইরের শক্তি নিয়ে ক্ষমতায় থাকতে চায়। বাইরের শক্তি নিয়ে একাত্তর সালে ক্ষমতায় ছিল পাকিস্তানি রাজাকাররা। তেমনি ২০১৩ সালে যারা ক্ষমতায় থাকবে তারা হবে ভারতীয় রাজাকার।’

বিএনপিকে সর্বদলীয় মন্ত্রিসভায় দশজন মন্ত্রী দেওয়া হবে, আওয়ামী লীগের এমন বক্তব্যের জবাবে হান্নান শাহ বলেন, ‘আমরা ছাগলও না, পাগলও না, এরশাদও না। আমরা দশজন নই, চাই পূর্ণাঙ্গ মন্ত্রিসভা।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ ভেলকিবাজী, তামাসার দল। এর প্রমাণ হলো বুধবার সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্য।’

তিনি প্রধানমন্ত্রীর বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘আমরা বঙ্গভবন থেকে কোনো ব্রিফিং পাইনি। প্রধানমন্ত্রীর এসব কথার কোনো ভিত্তি নেই।’

হান্নান শাহ বলেন, ‘পঞ্চদশ সংশোধনী কোনো রাজনৈতিক দল চায়নি, বিরোধী দলও চায়নি। একমাত্র শেখ হাসিনা চেয়েছেন। তাই এই রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে।’

তিনি আরো বলেন, ‘নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আদায় করা হবে। আমরা রাষ্ট্রপতিকে বলেছি, সংলাপের মাধ্যমে সমাধান চাই।’

জাসাস সভাপতি এমএ মালেকের সভাপত্বিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গাজী মাজহারুল আনোয়ার, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান ও জাসাস নেতা সালাউদ্দিন ভূইয়া শিশির প্রমুখ।

(দিরিপোর্ট/এমএইচ/এইচএস/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর