thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

দেশি-বিদেশি গণমাধ্যমে আ.লীগের নির্বাচনী প্রচার

২০১৩ নভেম্বর ২১ ২০:৪২:০৪
দেশি-বিদেশি গণমাধ্যমে আ.লীগের নির্বাচনী প্রচার

দিরিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনী প্রচার হবে জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে। ১৯৯৬ সালের নির্বাচনের মতো এবারও দেশি-বিদেশি ইলেক্টনিক, প্রিণ্ট ও অন-লাইনে পুরোদমে নির্বাচনী প্রচার-প্রচারণা চালানো হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দিরিপোর্টকে এ তথ্য জানান। ইন্টারনেট কেন্দ্রীক বিভিন্ন সামাজিক ও যোগাযোগ মাধ্যমেও প্রচার-প্রচারণা চালানো হবে বলে জানান তিনি।

দলটির প্রচার ও প্রকাশনা উপ-কমিটির এক সদস্য জানান, প্রচার-প্রচারণা নিয়ে অনেক আগেই প্রধানমন্ত্রীর তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে কাজ শুরু হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছেন শেখ রেহানার পুত্র রেদওয়ান সিদ্দিকী ববি। অন-লাইন মিডিয়া ফেসবুক, টুইটার, ব্লগ, ই-মেইলসহ সকল সামাজিক গণমাধ্যমে প্রচারের জন্য ব্যবহারযোগ্য বিভিন্ন টেক্সট, পিক্স প্রস্তুতের কাজ শেষ হয়েছে।

সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায়, রেদওয়ান সিদ্দিকী ববির সার্বিক পরিচালনায় এবং অন-লাইন প্রযুক্তিতে দক্ষ বেশ কিছু কর্মী নিয়ে খুব দ্রুতই শুরু হবে আওয়ামী লীগের সাইবার প্রচারণা। ইতিমধ্যে বেশ কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছেলে-মেয়ে এই কার্যক্রমে যুক্ত হয়েছেন বলে জানা গেছে।

তিনি আরো জানান, ইতিমধ্যেই কেবল অপারেটর এসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে বৈঠক হয়েছে। দুটি বেসরকারি টিভি চ্যানেলে ইতিমধ্যেই বিজ্ঞাপন সম্প্রচার শুরু হয়েছে। শীঘ্রই বাকিগুলোতেও শুরু হবে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রতিটি প্রিণ্ট মিডিয়ার সঙ্গে বৈঠক করবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে এসব গণমাধ্যমে আনুষ্ঠানিক প্রচারের কাজ শুরু হবে।

শুধু দেশেই নয় থাকছে বিদেশি গণমাধ্যমও। রাজধানীর একটি পাঁচতারা হোটেলে প্রতিদিন সংবাদ সম্মেলনের মাধ্যমে নির্বাচনের সকল কর্মকাণ্ড সম্পর্কে অবহিত করা হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ দিরিপোর্টকে আরো বলেন, সকল গণমাধ্যমে আমরা নির্বাচনী প্রচার-প্রচারণা চালাবো। এই প্রচার-প্রচারণায় একদিকে মহাজোট সরকারের পাঁচ বছরের সফলতা ও একই সঙ্গে বিগত সরকারের অগ্রগতি তুলে ধরা হবে। অন্যদিকে, বিএনপি নেতৃত্বাধীন জোটের হরতাল-নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের চিত্র জনগণের সামনে তুলে ধরা হবে যাতে তারা সহজেই বিচার করতে পারে কাদের নির্বাচিত করবেন।

(দিরিপোর্ট/এইউএ/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর