thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

‘সংলাপ নয় নির্বাচনই টার্গেট’

২০১৩ নভেম্বর ২১ ২২:০৮:৫৬
‘সংলাপ নয় নির্বাচনই টার্গেট’

দিরিপোর্ট প্রতিবেদক : সংলাপ-সমঝোতা নয় দশম জাতীয় সংসদ নির্বাচনই বর্তমান ক্ষমতাসীন দলের একমাত্র টার্গেট। প্রধান বিরোধী দল বিএনপি চাইলে সংলাপ হবে। এক্ষেত্রে নির্বাচনকালীন সর্বদলীয় সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনাকে বিএনপি মেনে নিলেই সফল সংলাপ অনুষ্ঠিত হতে পারে। আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নীতি নির্ধারকদের সঙ্গে আলাপ করে এই তথ্য জানা গেছে।

নীতি-নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, সংলাপ-সমঝোতা ছাড়া নির্বাচন হবে এমন ধারণা এ মুহূর্তে ক্ষমতাসীন দলের ভেতরে বেশ জেঁকে বসেছে। ফলে এই মুহূর্তে আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বিএনপি অংশ না নিলেও তা নিয়ে ভাবছে না ক্ষমতাসীনরা। নেতারা আরো নিশ্চিত করেছেন, সংলাপ হতে পারে অন্য বিষয় নিয়ে, সর্বদলীয় সরকার প্রধান নিয়ে কোনো আপোষ নয়।

এ প্রসঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, আলোচনায় বসতে পারে বিএনপি। তাতে কোনো আপত্তি নেই। তবে সর্বদলীয় সরকার প্রধান পরিবর্তনের কোনো দাবি মেনে নেওয়া হবে না।

এদিকে, গত বুধবার সংসদে সমাপনী বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রাষ্ট্রপতি আবদুল হামিদ অ্যাডভোকেট তাকে অন্তর্বর্তী সময়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব চালিয়ে যেতে বলেছেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনা স্পষ্ট করেছেন, তিনিই থাকছেন সর্বদলীয় সরকারের প্রধান।

বিষয়টিকে উদাহরণ হিসেবে টেনে দলের কয়েকজন নেতা বলেন, বিএনপির দাবি সর্বদলীয় সরকারের প্রধান শেখ হাসিনা থাকতে পারবেন না। কিন্তু রাষ্ট্রপতি শেখ হাসিনাকে অন্তর্বর্তী সময় চালিয়ে যেতে বলেছেন।

নাসিম বলেন, যেখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে অন্তর্বর্তী সময়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব দিয়েছেন সেখানে আর কোনো জটিলতা নেই।

কয়েকজন নেতার সঙ্গে আলোচনায় জানা গেছে, আগামী নির্বাচন অনুষ্ঠান নিয়ে তাদের মধ্যে যে শঙ্কা ছিল সর্বদলীয় সরকার গঠনের পর তা কেটে গেছে। এ পর্যায়ে ‘বিএনপি নির্বাচনে আসলে ভালো, না আসলে আরো ভালো’ বলে মনে করছেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যাহ বলেন, নির্বাচনের পথে ভেতরে-বাইরে যত বাধা এসে দাঁড়িয়েছে সর্বদলীয় সরকার গঠনের পরে মনে হচ্ছে আওয়ামী লীগ সব বাধা অতিক্রম করতে পেরেছে। এই সরকারে বিএনপি না এলেও আমাদের আর দুঃশ্চিন্তা নেই।

তিনি বলেন, সংলাপ-সমঝোতার চেয়ে নির্বাচনের পথেই এখন আমাদের সব ধ্যান-জ্ঞান। তবে আশা করছি, বিএনপি নির্বাচনে এসে বুদ্ধিমত্তার পরিচয় দেবে।

সূত্র জানায়, মন্ত্রিসভায় বিএনপি বাদে অন্য দলগুলো আসায় সেই দুঃশ্চিন্তা কেটে গেছে। দলগুলোকে নির্বাচনে আনার টার্গেট আওয়ামী লীগের পুরণ হয়েছে বলে স্বস্তি বিরাজ করছে দলটির ভেতরে।

(দিরিপোর্ট/টিএম/এমএআর/নভেম্বর ২১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর