thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

‘নির্বাচন নতুন মন্ত্রিসভার জন্য চ্যালেঞ্জ’

২০১৩ নভেম্বর ২২ ১৩:৫৭:৩১
‘নির্বাচন নতুন মন্ত্রিসভার জন্য চ্যালেঞ্জ’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আগামী জাতীয় সংসদ নির্বাচন নতুন মন্ত্রিসভার জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, নতুন মন্ত্রিসভা এই চ্যালেঞ্জ গ্রহণ করে জাতিকে আশান্বিত করবে। নির্বাচনের মাধ্যমে দেশকে রাজনৈতিক ও সামাজিক অস্থিতিশীলতা থেকে রক্ষা করবে।

শুক্রবার দুপুরে রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমাদের দেশের গণতন্ত্র এখনও প্রাতিষ্ঠানিক রূপ নেয়নি উল্লেখ করে সুরঞ্জিত বলেন, এখনও আমরা মৌলিকভাবে স্বাধীন হতে পারিনি। এখনও আমাদের দেশে একে অপরের প্রতি সন্দেহ ও সংশয় রয়েই গেছে।

তিনি বলেন, বিরোধীদলকে সংঘাতের পথ ছেড়ে সংলাপ ও সমঝোতার পথে আসতে হবে। আর সরকারকেও একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। এই মন্ত্রিসভাকে গঠনমুলক কাজ করতে হবে- সকল দল যেন নির্বাচনে অংশগ্রহণ করে। আর এ কাজে বিরোধীদলকেও সহযোগিতা করতে হবে।

এ সময় বিরোধীদলকে তাদের অনড় অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়ে দেশের জনগণের উপর আস্থা রাখার জন্য পরামর্শ দেন তিনি।

সুরঞ্জিত বলেন, আর কোন মান ও অভিমান নয়। সেই দিন এখন শেষ হয়ে গেছে। আমাদের বুঝতে হবে আমরা জনগণের অংশগ্রহণ ছাড়া এগিয়ে যেতে পারি না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, শুধু মন্ত্রিসভাকেই অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার জন্য উদ্যোগ নিলে চলবে না, বিরোধীদলকেও উদ্যোগ নিতে হবে।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, সাম্যবাদী দলের হারুন চৌধুরী প্রমুখ।

(দিরিপোর্ট/এইউ/জেএম/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর