thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

সোহরাওয়ার্দীতে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু

২০১৩ নভেম্বর ২২ ১৬:০৯:০৫
সোহরাওয়ার্দীতে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৮ দলের বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। অসাংবিধানিক উপায়ে ‘সর্বদলীয়’ সরকারের নামে মন্ত্রিসভা পুনর্গঠনের প্রতিবাদ ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

শুক্রবার বিকাল ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিক্ষোভ সমাবেশ শুরু হয়। সমাবেশে ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সভাপতিত্ব করছেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

এরই মধ্যে বিএনপি, দলটির সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং ১৮ দলের শরিক দলগুলোর নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন।

(দিরিপোর্ট/টিএস/এমএইচ/এমডি/ এইচএসএম/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর