thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১,  ১৩ জমাদিউল আউয়াল 1446

আঁদ্রে জিদ

২০১৩ নভেম্বর ২২ ১৮:১৫:৪২
আঁদ্রে জিদ

দিরিপোর্ট ডেস্ক : নোবেলজয়ী ফরাসি ঔপন্যাসিক ও প্রাবন্ধিক আঁদ্রে জিদ ১৮৬৯ সালের ২২ নভেম্বর প্যারিসে জন্মগ্রহণ করেন। জীবনের শুরুতে তিনি প্রতীকবাদী আন্দোলনের সঙ্গে যুক্ত থাকলেও দুই বিশ্বযুদ্ধের মধ্যকালীন সময়ে উপনিবেশ বিরোধিতার প্রবক্তা হয়ে ওঠেন। ফিকশন ও আত্মজৈবনিক রচনার জন্য তিনি বিখ্যাত। তার রচনা আলবেয়ার ক্যামু ও জাঁ পল সার্ত্রেসহ অনেককে অনুপ্রাণিত করেছিল।

একটি মধ্যবিত্ত প্রোটেস্ট্যান্ট পরিবারে জন্মগ্রহণ করেন জিদ। তার বাবা ছিলেন প্যারিস ইউনিভার্সিটির আইনের অধ্যাপক। খুব কম বয়সে ১৮৯১ সালে তার প্রথম উপন্যাস ‘দ্য নোট বুকস অব আঁদ্রে ওয়াল্টার’ প্রকাশিত হয়।

জীবনের বড় একটা সময় তিনি নরম্যান্ডিতে কাটান। এছাড়া তিনি আফ্রিকায় ভ্রমণ করেন। প্যারিসে তার সাথে নাট্যকার অস্কার ওয়াইল্ডের পরিচয় হয়। এরপর অনেকটা সময় তারা একসঙ্গে কাটান।

জিদের রচনায় মানুষের দ্বান্দ্বিক এবং মিলনাত্মক দুটো চরিত্রই ফুটে ওঠে। বুদ্ধিবৃত্তিক দিক থেকে তিনি উদার মনের অধিকারী ছিলেন। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে ল-ইমমোরালিস্টে (১৯০২), লা সিমফোনি পাস্টোরাল (১৯১৯), পল ভ্যালেরি (১৯৪৭) প্রভৃতি।

১৯৪৭ সালে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।

৮১ বছর বয়সে ১৯৫১ সালের ১৯ ফেব্রুয়ারি প্যারিসে তিনি মৃত্যুবরণ করেন ।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

এই দিনে এর সর্বশেষ খবর

এই দিনে - এর সব খবর