thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

শনিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

২০১৩ নভেম্বর ২২ ১৮:৩৪:০১
শনিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ

দিরিপোর্ট প্রতিবেদক : সারাদেশে শনিবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি দিয়েছে দলটি।

এক বিবৃতিতে শুক্রবার সন্ধ্যায় জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এ কর্মসূচি ঘোষণা দেন। দেশের সব মহানগরী, জেলা ও উপজেলা পর্যায়ে এ কর্মসূচি পালন করা হবে।

বিবৃতিতে রফিকুল ইসলাম খান ‘বাংলাদেশে বসবাসকারী ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তাহীনতায় উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, ‘যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই তারা রাজনৈতিক প্রতিপক্ষকে বিশেষ করে জামায়াত-শিবিরকে ঘায়েল করার হীন উদ্দেশে দেশের সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়কে রাজনৈতিক দাবার গুটি হিসেবে ব্যবহার করে থাকে।’

রফিকুল ইসলাম খান বলেন, ‘সরকারের পবিত্র দায়িত্ব সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তারা রাজনৈতিক সংকট সৃষ্টি করে জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিজেদের দলীয় ক্যাডার দিয়ে প্রশাসনের নাকের ডগায় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের দোকানপাট, বাড়ি, ঘর, মন্দির, গীর্জা ও প্যাগোডায় হামলা চালিয়ে জামায়াত-শিবিরসহ বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে।’

সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় জামায়াত-শিবির জড়িত নয় দাবি করে এ জামায়াত নেতা বলেন, ‘বরং যখনই সংখ্যালঘুদের ওপর কেউ আঘাত দিয়েছে তখনই জামায়াত-শিবিরের নেতাকর্মীরা সংখ্যালঘুদের পাশে এসে দাঁড়িয়েছে।’

সম্প্রতি হিন্দুদের বাড়ি-ঘরে হামলার ঘটনার সঙ্গে সরকারদলীয় লোকজন জড়িত বলে দাবি করেন রফিকুল ইসলাম খান।

(দিরিপোর্ট/কেএ/এনডিএস/নভেম্বর ২২,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর