thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

‘লালমনিরহাটে অবৈধ মন্ত্রীদের প্রবেশ নিষেধ’

২০১৩ নভেম্বর ২২ ২০:১৫:১৭
‘লালমনিরহাটে অবৈধ মন্ত্রীদের প্রবেশ নিষেধ’

লালমনিরহাট সংবাদদাতা : ‘সংবিধান অনুযায়ী বর্তমান মন্ত্রিপরিষদ অবৈধ। তাই কোন অবৈধ মন্ত্রীকে পতাকা উড়িয়ে লালমনিরহাটে প্রবেশ করতে দেওয়া হবে না’ বলে জানিয়েছেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা শহরে ১৮ দলের মিছিল শেষে মিশন মোড় চত্বরে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

৪ নভেম্বর হরতালে পুলিশের গুলিতে পাটগ্রামে ছাত্রদল নেতা নাসিরকে হত্যার ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানান আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, ‘সেদিন পাটগ্রামে কী এমন হয়েছিল যে পুলিশ গুলি চালালো? অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে।’

এরশাদকে ‘বিশ্বপ্রেমিক’ আখ্যায়িত করে দুলু বলেন, ‘কয়েক দিন আগে তিনি বলেছিলেন, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনে গেলে জনগণ আমাকে থুতু দেবে। আমরা প্রস্তুত আছি, লালমনিরহাটে এলেই তাকে থুথু দেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘১৯৮৬ সালে এরশাদকে রক্ষার জন্য জাতীয় বেঈমান সেজে শেখ হাসিনা নির্বাচনে গিয়েছিলেন। এবারও এরশাদ বেঈমান সেজে হাসিনাকে রক্ষায় এক জোট হলো। এ দুই বেঈমানকে খুব শীঘ্রই দেশের মানুষ উপযুক্ত জবাব দেবে।’

সমাবেশে আরো বক্তব্য রাখেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক ও জেলা জামায়াতের আমীর আব্দুল বাতেন প্রমুখ।’

এর আগে, মিশন মোড় গোল চত্বর থেকে ১৮দলের একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(দিরিপোর্ট/টিই/এমএআর/নভেম্বর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর