thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাজধানীতে বাসচাপায় নিহত ১

২০১৩ অক্টোবর ১২ ১৪:৪০:৪৯
রাজধানীতে বাসচাপায় নিহত ১
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীর কমলাপুরে যাত্রীবাহী বাসের চাপায় সানজিদা আক্তার শ্যামা (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের স্বামী র‌্যাবের এসআই আবু সাঈদ। তিনি বরিশালে কর্মরত আছেন।

শ্যামার ভাই শরিফ দিরিপোর্ট২৪কে জানান, ঈদের ছুটিতে গ্রামের বাড়ি সিরাজগঞ্জে যাওয়ার জন্য ভোরে মতিঝিল এজিবি কলোনি থেকে দুটি রিকশাযোগে তারা কমলাপুর যাচ্ছিলেন। একটি রিকশায় ছিলেন শ্যামা ও তার মেয়ে মতিঝিল মডেল স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সিথি। অপর রিকশায় ছিলেন শরিফ ও নিহতের বড় ছেলে ঢাকা কলেজের প্রথম বর্ষের ছাত্র শীতল।

ভোর আনুমানিক ৬টার দিকে মা-মেয়েকে বহনকারী রিকশাটি কমলাপুর বিআরটিসি বাস ডিপোর সামনে এলে একটি দ্রুতগামী বাস সেটিকে ধাক্কা দেয়। এতে শ্যামা ছিটকে পড়লে বাসটি তার উপর দিয়ে চলে যায়।

গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সকাল সাড়ে ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

(দিরিপোর্ট২৪/ডি/এমএআর/জেএম/অক্টোবর ১২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর