thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ

২০১৩ অক্টোবর ২০ ১০:৪৭:৪১
রাজধানীতে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানীতে সব ধরনের মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে ডিএমপি উপকমিশনার মাসুদুর রহমান দিরিপোর্ট২৪ডটকমকে জানিয়েছেন।

ডিএমপি অধ্যাদেশের ২৮ এবং ২৯ নম্বর ধারার ক্ষমতাবলে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরীতে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মানববন্ধন নিষিদ্ধ ঘোষণা করেছেন।

আওয়ামী লীগ, বিএনপিসহ ১২টি দল ও সংগঠন ২৫ অক্টোবরসহ আগের কয়েকদিন সমাবেশের অনুমতি চেয়ে পুলিশের কাছে আবেদন করেছিল।

রবিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পেশাজীবী সংগঠনের এক সমাবেশে খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা রয়েছে, তাও নিষেধাজ্ঞার আওতায় পড়ছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

অন্তর্ঘাতমূলক তৎপরতা ঘটিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার আশঙ্কা থেকে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের যুগ্মকমিশনার মনিরুল ইসলাম।

তিনি দিরিপোর্ট২৪ডটকমকে বলেন, ‘ভেতরে-বাইরে সব জায়গায় এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ২৯ ধারা অনুযায়ী সরকারের অনুমোদন ছাড়া এই নিষেধাজ্ঞা ৩০ দিনের বেশি বলবৎ থাকবে না।

নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনরত বিএনপি দশম সংসদ নির্বাচনের দিন গণনার শুরুতেই ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশের কর্মসূচি দেয়, যাতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার যোগ দেওয়ার কথা।

একই দিন আওয়ামী লীগও রাজপথে থাকার ঘোষণা দিলে হানাহানির আশঙ্কায় সাধারণ মানুষের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। ঈদের পর রাজধানীতে দ্রুত ফেরার তাগিদও দেখা যায় মানুষের মধ্যে।

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/জেএম/অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর