thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘সন্ত্রাসী গোষ্ঠী গণতন্ত্রের ওপর আঘাত করতে পারে’

২০১৩ নভেম্বর ২৩ ২০:৩৮:১০
‘সন্ত্রাসী গোষ্ঠী গণতন্ত্রের ওপর আঘাত করতে পারে’

সিলেট সংবাদদাতা : সন্ত্রাসী গোষ্ঠী গণতন্ত্রের ওপর আঘাত করতে পারে বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনে বিরোধী দল সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। তাই দেশবাসীকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।

অর্থমন্ত্রী বলেন, অর্থনীতিসহ নানা সূচকে ঊর্দ্ধমূখী প্রবণতা প্রমাণ করে দেশ এখন সমৃদ্ধির পথে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ বিশ্ব দরবারে প্রসংশিত হচ্ছে।

তিনি শনিবার দুপুরে সিলেট নগরীর শিবগঞ্জ সাদিপুর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ফাউন্ডেশনের নতুন ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

গত পাঁচ বছরে সিলেটসহ দেশব্যাপী উন্নয়ন কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দায়িত্ব পাওয়ার পর সিলেটে অনেক টেকসই উন্নয়ন প্রকল্প শুরু করেছিলাম। আজ আমার খুব ভাল লাগছে জনগণ সে সব প্রকল্পের সুফল পেয়েছে। শিক্ষাক্ষেত্রে যে যুগান্তকারী উন্নয়ন হয়েছে তা এক কথায় বিস্ময়কর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমান মানিকের সভাপতিত্বে ও এনায়েতুল বারী মুর্শেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য আবদুল হক, আজিজুর রহমান মানিক, বিদ্যালয়ের দাতা সদস্য আমিরুজ্জামান চৌধুরী, প্রমুখ।

(দিরিপোর্ট/এমজেসি/এমএইচও/এমডি/নভেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর