thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

ফখরুল-আশরাফ বৈঠক

২০১৩ নভেম্বর ২৩ ২৩:০৩:০৭
ফখরুল-আশরাফ বৈঠক

দিরিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সঙ্গে বৈঠক করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বৈঠক শনিবার সন্ধ্যার পর অনুষ্ঠিত হয়। বিএনপির একটি সূত্র বৈঠকের বিষয়টি দিরিপোর্টকে নিশ্চিত করেছে।

লক্ষ্মীপুর থেকে নির্বাচিত বিএনপি দলীয় সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বাসায় এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানা গেছে।

সূত্র জানায়, প্রধান দুইদলের মহাসচিব পর্যায়ে প্রত্যাশিত বৈঠকটি অনানুষ্ঠানিক। দুই দলের মধ্যে আনুষ্ঠানিক সংলাপের আগে তারা এ বৈঠকে বসেন।

এ বিষয়ে জানার জন্য বারবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। দলের অন্য কোনো নেতাও এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

দুই নেতার বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। বৈঠক নিয়ে দুইপক্ষই ব্যাপক গোপনীয়তার আশ্রয় নেয়। বৈঠকের আগে দুই মহাসচিবের মধ্যে সাক্ষাতের বিষয়ে টেলিফোনে কথা হয় বলে জানা গেছে।

এর আগে গত ২১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচনে আসা এবং আলোচনায় বসার আহ্বান জানান। এর মধ্যে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদও দুই দলের সেক্রেটারি পর্যায়ে বৈঠক করার জন্য সৈয়দ আশরাফকে অনুরোধ করেন।

তারও আগে সরকারকে সংলাপে বসতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ২৫ অক্টোবর হরতাল কর্মসূচি ঘোষণা করেছিলেন। আল্টিমেটাম পাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে বিরোধীদলীয় নেতাকে গণভবনে সংলাপের আমন্ত্রণ জানান। কিন্তু হরতালের মধ্যে খালেদা জিয়া ওই আমন্ত্রণ রক্ষা করেননি।

কয়েকদিন আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফকে বারবার ফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাননি। ফখরুলের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় আশরাফ বলেন, তিনি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের কোনো ফোন পাননি।

এর আগে ২২ অক্টোবর সৈয়দ আশরাফকে সংলাপের ব্যাপারে চিঠি দিয়েছিলেন মির্জা ফখরুল। চিঠি পেয়েই মির্জা ফখরুলকে ফোন করেন সৈয়দ আশরাফ। তখন ফোনে সংলাপের ব্যাপারে কোনো আলাপ হয়নি। কেবল কুশল বিনিময় হয়েছিল বলে জানান মির্জা ফখরুল।

(টিএস/এমএইচ/এনডিএস/নভেম্বর ২৪,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর