thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

রবিবার ১৮ দলের বিক্ষোভ

২০১৩ নভেম্বর ২৪ ০৮:০২:২৮
রবিবার ১৮ দলের বিক্ষোভ

দিরিপোর্ট প্রতিবেদক : নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে রবিবার বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। সারা দেশের উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার ১৮ দল আয়োজিত ‘অসাংবিধানিকভাবে সর্বদলীয় সরকারের নামে মন্ত্রিসভা গঠনের প্রতিবাদে ও নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে’ বিক্ষোভ সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতিতে সোমবারের মধ্যে তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এমনকি রবিবারও তফসিল ঘোষণা হতে পারে। কমিশন এরই মধ্যে কার্যপত্রসহ আনুষঙ্গিক কাজ শেষ করেছে। আর মুদ্রিত মনোনয়ন ফরম পাঠানো হচ্ছে রিটার্নিং অফিসারের দফতরে। নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন।

(দিরিপোর্ট/এমএইচ/এআইএম/এনডিএস/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর