thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

সিরিয়ার সংঘাতে ১১ হাজার শিশু নিহত

২০১৩ নভেম্বর ২৪ ১১:০৭:৫১
সিরিয়ার সংঘাতে ১১ হাজার শিশু নিহত

দিরিপোর্ট ডেস্ক : সিরিয়ায় চলমান সংঘাতে গত তিন বছরে ১১ হাজারেরও বেশি শিশু নিহত হয়েছে। লন্ডনভিত্তিক গবেষণা সংস্থা অক্সফোর্ড রিসার্চ গ্রুপের নতুন একটি প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব শিশুদের অধিকাংশই তাদের বাড়ির আশপাশের এলাকায় বোমা হামলায় নিহত হয়েছে।

২০১১ সালের মার্চে সংঘাত শুরু হওয়ার পর থেকে ২০১৩ সালের আগস্ট মাস পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে ‘স্টোলেন ফিচারস- দ্য হিডেন টোল অব চাইল্ড ক্যাজুয়ালটিজ ইন সিরিয়া’ শিরোনামে ওই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

নিহত ১১ হাজার ৪২০ জন শিশুর মধ্যে সবার বয়সই ১৭ বছরের নিচে। তাদের মধ্যে ৩৮৯ জন স্নাইপারের (অনেক দূর থেকে লক্ষ্যভেদ করতে সক্ষম বিশেষ রাইফেল) গুলিতে নিহত হয়েছে।

নিহতদের মধ্যে ৭৬৪ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একশ জনেরও বেশি শিশু নির্যাতনের শিকার হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

সবচেয়ে বেশি সংখ্যক শিশু নিহত হয়েছে আলেপ্পোতে। সেখানে দুই হাজার দুইশ ২৩ জন শিশু নিহত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এই প্রতিবেদনে যেসব শিশুদের নাম ও মৃত্যুর কারণ জানা গেছে তাদেরই লিপিবদ্ধ করা হয়েছে।

তবে, সিরিয়ার কোনো কোনো জায়গায় প্রবেশ অধিকার না থাকায় এই প্রতিবেদন সম্পূর্ণ করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

ওই প্রতিবেদনে গবেষণা সংস্থা ও সাংবাদিকদের প্রবেশাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারে সুপারিশ করা হয়েছে।

জাতিসংঘের হিসাব অনুযায়ী সিরিয়ায় চলমান সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত ও প্রায় ২০ লাখ মানুষ সিরিয়া ছেড়ে পালিয়ে গেছে। সূত্র: বিবিসি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর