thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২৩ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

জোম্বির শহর!

২০১৩ নভেম্বর ২৪ ১২:৩১:৪৯
জোম্বির শহর!

দিরিপোর্ট ডেস্ক : মেক্সিকো সিটি শনিবার হয়েছে উঠেছিল জোম্বির শহর। প্রায় সাত হাজারেরও বেশি জোম্বি ঘুরে বেড়াচ্ছিল শহরের আনাচে কানাচে।

না, আসল জোম্বি নয় তারা। ডে অব দ্য ডেথ উপলক্ষ্যে শহরটির মানুষগুলোই নিয়েছিল এই সাজ। ডে অব দ্য ডেথ দেশটির সবচেয়ে জনপ্রিয় ছুটির দিনগুলোর একটি।

এই দিন মানুষ প্রাক-হিস্পানিক আদলে মৃতদের প্রতি শ্রদ্ধা জানায়। কবরস্থানে নিয়ে যাওয়া হয় খাবারসহ উৎসবের অন্যান্য সরঞ্জাম।

মুখোশ আর ভূতের পোশাক পরা মানুষে ভরে যায় পুরো শহর। ডে অব দ্য ডেথ অনেকটা হ্যালোউইন উৎসবের মতো। হ্যালোউইনের মতো পথে পথে দেখা মিলবে বিভিন্ন বয়সের জোম্বি। বিশ্বের অন্যান্য জায়গায়ও পালিত হয় এ ধরনের উৎসব। সূত্র: এএফপি।

(দিরিপোর্ট/কেএন/জেএম/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর