thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

গাজীপুরে মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ২৪ ১৩:৪৪:৫৮
গাজীপুরে মৃতদেহ উদ্ধার

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের দিঘিরচালা এলাকা থেকে এক পোশাক শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের নাম জয়নাল আবেদীন (২৫)। তিনি নেত্রকোনার কেন্দুয়া এলাকার চিটুয়া নোয়াপাড়া এলাকার রইজ উদ্দিনের ছেলে। জয়নাল নাওজোড় এলাকার দিগন্ত গার্মেন্টের নিটিং সুভারভাইজার ছিলেন।

জয়দেবপুর থানার এসআই জসিম উদ্দিন জানান, চৌরাস্তা এলাকার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের দিঘির উত্তরপাশে ধানক্ষেত থেকে তার গলাকাটা মৃতদেহ উদ্ধার করা হয়। তার গালে ও পিঠে একাধিক ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ধারণা করা হচ্ছে, রাতে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যার পর গলাকেটে মৃতদেহ ফেলে রেখে যায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দিরিপোর্ট/এমএমএফ/এফএসি/এপি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর