thereport24.com
ঢাকা, সোমবার, ৬ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৬ রজব 1446

‘বিএনপি নির্বাচনে আসবে’

২০১৩ নভেম্বর ২৪ ১৪:৫২:৫৩
‘বিএনপি নির্বাচনে আসবে’

দিরিপোর্ট প্রতিবেদক : বিরোধী দল নির্বাচনে অংশ নেবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী তোফায়েল আহমেদ।

গণপূর্ত মন্ত্রণালয়ে রবিবার যোগ দিয়ে তিনি বলেন, আগুন দিয়ে সহিংসতা করে যে কিছু অর্জন করা যায় না, বিরোধী দল তা বুঝতে পেরেছেন। আমার বিশ্বাস, তারা নির্বাচনে অংশ নেবেন।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের মূল কাজ হবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করা যাতে তারা দেশে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে পারেন।

২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে বলেও জানান তিনি।

তদবির থেকে রেহাই ও মন্ত্রণালয় যেন রাজনৈতিক কার্যালয় না হয়ে ওঠে এজন্য সকলের সহযোগিতা চান এ বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা।

শেষ জীবনে সততা নিয়ে যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে সেজন্য সচেষ্ট থাকবেন জানিয়ে তোফায়েল বলেন, টপমোস্ট কাজ হবে সততা নিশ্চিত করা। পূর্ত মন্ত্রণালয় নিয়ে অনেক কিছু লেখা হয়েছে। আশা করি আমার সময়ে সেগুলো হবে না।

(দিরিপোর্ট/আরএমএম/এসবি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর