thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

লাটভিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

২০১৩ নভেম্বর ২৪ ১৬:০৫:৪১
লাটভিয়ায় মৃতের সংখ্যা বেড়ে ৫২

দিরিপোর্ট ডেস্ক : লাটভিয়ার রাজধানী রিগায় বৃহস্পতিবার বিপণিবিতানের ছাদ ধসের ঘটনায় এ পর্যন্ত ৫২ জনের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। নিহতদের স্মরণে শনিবার থেকে তিনদিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে দেশটিতে। খবর বিবিসির।

উল্লেখ্য ১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতার পর দেশটিতে এটিই সবচেয়ে বড় দুর্যোগ।

পুলিশের মুখপাত্র টমস সাদোভস্কিস জানান, ঘটনাস্থল থেকে সর্বশেষ লাশটি শনিবার রাতে উদ্ধার করা হয়।

উদ্ধারকর্মীরা ভবনটিতে প্রবেশের পর বৃহস্পতিবার দ্বিতীয়বার ধস নামে। ছাদের অংশবিশেষ আকস্মিকভাবে ধসে পড়লে পঞ্চাশজনের মৃত্য হয়েছে। এখনও সাতজন নিখোঁজ রয়েছে। রাজধানী রিগার মধ্যাঞ্চলের জলিটিউড এলাকার ম্যাক্সিমা নামের বিপণিকেন্দ্রটি।

এদিকে দুই বছর আগে নির্মিত ভবনটি তৈরির সময় নির্ধারিত বিধি অনুসরণ করা হয়নি বলে সরকারি অভিযোগ উঠেছে।

প্রধানমন্ত্রী ভালদিস দমব্রোভস্কিস শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের কাজ শুরু হয়েছে। এ ব্যাপারে আইন-কানুন এখন থেকে কড়াকড়িভাবে কার্যকর করা হবে। এছাড়াও ভবন ধসের কারণ অনুসন্ধান করা হচ্ছে।

তিনি আরো বলেন, আমাদের নির্মাণ ব্যবসা কোনোভাবেই আন্তর্জাতিক মানের গড়ে উঠেনি।

এদিকে, উদ্ধারকর্মীরা তীব্র শীত (প্রায় শূন্য ডিগ্রি সেলসিয়াস) উপেক্ষা করে তল্লাশি অব্যাহত রেখে ৪০ জনকে জীবিত উদ্ধার করেন।
(দিরিপোর্ট/এমএইচও/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর