thereport24.com
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ১৯ জমাদিউস সানি 1446

২৫ নভেম্বর থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

২০১৩ নভেম্বর ২৪ ২১:২৫:০০
২৫ নভেম্বর থেকে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ

দিরিপোর্ট ডেস্ক : জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হবে। এ উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ পক্ষকালব্যাপী কর্মসূচির আয়োজন করেছে।

সংগঠনটির কর্মসূচির মধ্যে রয়েছে ২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বরের মধ্যে সকাল ১১টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন শাখাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্টিকার, পোস্টার ও লিফলেট বিলি; যৌন হয়রানি, ধর্ষণ বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নির্মিত বিভিন্ন চ্যানেলে টিভি স্পট প্রচার এবং বিভিন্ন পাড়া-মহল্লায় তৃণমূল নারী, পুরুষ, তরুণ, তরুণীদের সঙ্গে নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক সভা। এছাড়া নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবে।

এদিকে স্টেপস টুওয়ার্ড ডেভেলপমেন্টের উদ্যোগে সোমবার থেকে বুধবার পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এর মধ্যে টিএসসিতে সোমবার, আজিজ সুপার মার্কেটে মঙ্গলবার ও মানিক মিয়া এভিনিউতে বুধবারে প্রমাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

(দিরিপোর্ট/ডব্লিউএস/এমডি/নভেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

নারী এর সর্বশেষ খবর

নারী - এর সব খবর