thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

সাতক্ষীরায় বিচারকের অপসারণের দাবি

২০১৩ নভেম্বর ২৫ ১৮:২৪:৪৪
সাতক্ষীরায় বিচারকের অপসারণের দাবি

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার দুই ঘণ্টা আদালত বিরতির কর্মসূচি ঘোষণা করেছেন আইনজীবীরা।

আইনজীবী সমিতির হলরুমে সোমবার দুপুরে আয়োজিত অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সমিতির সভাপতি অ্যাডভোকেট এম শাহ আলম।

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, অ্যাডভোকেট এস এম হায়দার, অ্যাডভোকেট ওসমান গনি, অ্যাডভোকেট সরদার আমজাদ হোসেন প্রমুখ।

লিখিত বক্তব্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ফকরুদ্দিনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় ধারাবাহিক আন্দোলনের কর্মসূচি হিসেবে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল বিচারিক কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষনা দেয়া হয়।

এরপর ব্যবস্থা নেওয়া না হলে বুধবার শহীদ মিনার চত্বরে সমাবেশসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে লিখিত বক্তব্যে বলা হয়।

উল্লেখ্য, বিচার প্রার্থীদের হয়রানি, আইনজীবীদের সঙ্গে দুর্ব্যবহার, ঘুষ, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বিচারক মো. ফকরুদ্দিনের অপসারণের দাবিতে ১৭ নভেম্বর থেকে আইনজীবী সমিতি আদালত বর্জন, প্রতিকী অনশন, প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসুচি পালন করে আসছে।

(দিরিপোর্ট/এসবি/নভেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর