thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

নিজামীর সাফাই সাক্ষ্য গ্রহণ সোমবার

২০১৩ অক্টোবর ২০ ১৬:০৯:১৪
নিজামীর সাফাই সাক্ষ্য গ্রহণ সোমবার
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর পক্ষে সাফাই সাক্ষ্য গ্রহণের জন্য সোমবার দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।



রবিবার ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।


আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলামের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এ দিন ধার্য করেন। এর আগে, ৮ অক্টোবর নিজামীর সাফাই সাক্ষ্য শুরু করতে ২০ অক্টোবর দিন ধার্য করেছিল ট্রাইব্যুনাল।


গত ৬ অক্টোবর নিজামীর পক্ষে ১০ হাজার ১১১ জনের মধ্যে ২৫ জন সাফাই সাক্ষীর অনুমতি চেয়ে আবেদন করে আসামিপক্ষ। ট্রাইব্যুনাল চারজনকে সাক্ষ্য দেওয়ার অনুমতি দেন।

গত ৫ অক্টোবর নিজামীর বিরুদ্ধে এ মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক খানের জেরা সম্পন্ন হয়। তাকে জেরা করেন নিজামীর আইনজীবী মিজানুল ইসলাম।

মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাসহ ২৫ জন সাক্ষী সাক্ষ্য দেন।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/ এমডি/ অক্টোবর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর