thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ময়মনসিংহে ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত

২০১৩ নভেম্বর ২৬ ০৯:০৪:১৩
ময়মনসিংহে ইঞ্জিনসহ ৬ বগি লাইনচ্যুত

ময়মনসিংহ সংবাদদাতা : ফিসপ্লেট খুলে রেললাইন তুলে ফেলায় ময়মনসিংহে আন্ত:নগর ট্রেন হাওর এক্সপ্রেসের ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে আহত হয়েছে বেশ কয়েকজন।

১৮ দলীয় জোটের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিন মঙ্গলবার ভোর ৪টা ৪০ মিনিটে ময়মনসিংহের শ্যামগঞ্জ রেল স্টেশনের আউটার সিগন্যালের কাছে ময়লাকান্দায় এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের চালক জানান, দুর্ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন। খবর পেয়ে ময়মনসিংহ থেকে রেলওয়ের উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে বলে জানিয়েছেন রেলওয়ের ট্রাফিক ইনস্পেকটর সাজ্জাদ হোসেন। তিনি জানান, দুর্বৃত্তরা ট্রেনের ফিসপ্লেট খুলে ফেলায় এই দুর্ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ ছাড়ার পর ভোর ৪টা ৪০ মিনিটে ময়মনসিংহের শ্যামগঞ্জ আউটার সিগন্যালের কাছে (গৌরীপুর উপজেলা) ময়লাকান্দায় পৌঁছলে বিকট শব্দে লাইনচ্যুত হয়। এতে ইঞ্জিনসহ ৬টি বগি লাইনচ্যুত হয়। এরমধ্যে ২টি বগি উল্টে গিয়ে রেললাইনের পাশের ধান ক্ষেতে গিয়ে পড়ে। এসময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয় বেশ কয়েকজন যাত্রী।

দুর্ঘটনার ফলে ময়মনসিংহ-মোহনগঞ্জ ও জারিয়া-ঝাঞ্জাইল রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

(দিরিপোর্ট/এআর/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর