thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বরিশালে অবরোধ চলছে

২০১৩ নভেম্বর ২৬ ০৯:১১:৪২
বরিশালে অবরোধ চলছে

বরিশাল সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধ মঙ্গলবার কোনো সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। জেলা ও মহানগর বিএনপি ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখে। অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে বাস চলাচল করছে না। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করছে।

সকাল সাড়ে ৬টায় দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিনের নেতৃত্বে গড়িয়ায়পাড় এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করা হয়। অপরদিকে সকাল ৭টায় মহানগর বিএনপির নেতাকর্মীরা কাশীপুর বাজারে সড়ক অবরোধ করে। এ সময় সংবাদপত্রবাহী একটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়। অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল করলেও যাত্রীর সংখ্যা কম।

মহানগর পুলিশ কমিশনার মো. সামসুদ্দিন জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে নগরীতে ৫০০ পুলিশ মোতায়েন ও র‌্যাবের টহল দল রয়েছে।

(দিরিপোর্ট/বিএস/এএস/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর