thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল 24, ১৭ বৈশাখ ১৪৩১,  ২১ শাওয়াল 1445

অবরোধে স্বাভাবিক সচিবালয়, নেই বাড়তি নিরাপত্তা

২০১৩ নভেম্বর ২৬ ১২:২৮:০১
অবরোধে স্বাভাবিক সচিবালয়, নেই বাড়তি নিরাপত্তা

দিরিপোর্ট প্রতিবেদক : বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন মঙ্গলবার প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের কর্মকাণ্ডে কোন প্রভাব পড়েনি। সচিবালয় ও এর আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থাও চোখে পড়েনি।

সচিবালয়ের সামনের রাস্তা দিয়ে যথারীতি যানবাহন চলাচল করছে। সাধারণত রাস্তাটি হরতাল কিংবা অবরোধের সময় বন্ধ করে দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয়সহ কয়েকটি মন্ত্রণালয় ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক উপস্থিতি দেখা গেছে। এসব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই সবাই উপস্থিত হয়েছেন।

সচিবালয়ে দর্শনার্থী উপস্থিতি অনেক কম। লিফটগুলোর সামনে লোকজনের ভিড় নেই। কর্মকর্তাদের অনেকেই অফিসে আসতে ব্যক্তিগত গাড়ি অথবা অফিসের গাড়ি ব্যবহার করেননি। তাই গড়ি পার্কিংয়ের জায়গাগুলো ফাঁকা পড়ে আছে।

(দিরিপোর্ট/আরএমএম/এমসি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর