thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিরপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

২০১৩ নভেম্বর ২৬ ১৩:৫৭:২৬
মিরপুরে ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর

কুষ্টিয়া সংবাদদাতা : নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকাল থেকে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

জেলার সাতমাইল মোড় থেকে নওপাড়া বাজার ও কুষ্টিয়া-পাবনা সড়ক এলাকার কয়েকটি স্থানে রাস্তায় আগুন জ্বালিয়ে অবরোধ করে ১৮ দল কর্মীরা। এসময় একটি মালবোঝাই ট্রাক, সাতটি অটোরিক্সা ও পাঁচটি সিএনজি ভাঙচুর করে অবরোধকারীরা।

অন্যদিকে, দুপুর ১২টায় নওপাড়া বাজারে ব্রিজের উপর দুটি ককটেল বিস্ফোরণ করে অবরোধকারীরা।

অবরোধ কর্মসূচির কারণে সারাদেশের ন্যায় সকাল থেকে অচল হয়ে পড়েছে কুষ্টিয়া-মেহেরপুর ও পাবনা সড়কের ভারী যান চলাচল।

কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মিরপুর বাসস্ট্যান্ড থেকে ত্রিমোহনী পর্যন্ত গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

(দিরিপোর্ট/বিআরবি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর