thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ বাতিলের দাবিতে নোটিশ

২০১৩ নভেম্বর ২৬ ১৪:১২:০৯
প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ বাতিলের দাবিতে নোটিশ

দিরিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের নিয়োগ অসাংবিধানিক উল্লেখ করে উপদেষ্টাদের নিয়োগ বাতিলের দাবিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী মঙ্গলবার ডাকযোগে নোটিশটি পাঠান। নোটিশে প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের সুযোগ-সুবিধা বাতিল চাওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা না নেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়েছে।

যাদের বরাবরে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ডা. সৈয়দ মোদাচ্ছের আলী, ড. আলাউদ্দিন আহমেদ, ড. গওহর রিজভী, মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকী, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, ব্যারিস্টার শফিক আহমেদ, দিলীপ বড়ুয়া, আনোয়ার হোসেন মঞ্জু, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

নোটিশ পাঠানোর পর ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরীর আইনজীবী ও বিএনপির যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এক সাংবাদিক সম্মেলনে জানান, উপদেষ্টাদের নিয়োগ বাতিল করতে হবে। কারণ তাদের নিয়োগ অসাংবিধানিক।

তিনি বলেন, ‘সংবিধানের ৫৫(১) অনুচ্ছেদে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে একটি মন্ত্রিসভা থাকিবে এবং প্রধানমন্ত্রী ও সময়ে সময়ে তিনি যেরূপ স্থির করিবেন সেইরূপ অন্যান্য মন্ত্রী লইয়া এই মন্ত্রিসভা গঠিত হইবে। ৫৬ (১) এ বলা হয়েছে, একজন প্রধানমন্ত্রী থাকিবেন ও প্রধানমন্ত্রী যে রূপ নির্ধারণ করিবেন, সেইরূপ অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী থাকিবেন।’

‘৫৬ (২) এ বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদিগকে রাষ্ট্রপতি নিয়োগ দান করিবেন: তবে শর্ত থাকিবে তাহাদের সংখ্যার অন্যূন নয় দশমাংশ সংসদ সদস্যগণের মধ্য হইতে নিযুক্ত হইবে এবং অনধিক এক দশমাংশ সংসদ সদস্য নির্বাচিত হইবার যোগ্য ব্যক্তিগণের মধ্য হইতে মনোনীত হইতে পারিবেন।’

‘৫৬ (৩) এ বলা হয়েছে, যে সংসদ সদস্য সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের আস্থাভাজন বলিয়া রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হইবেন, রাষ্ট্রপতি তাহাকে প্রধানমন্ত্রী নিয়োগ করিবেন। ৫৮ (৫) অনুচ্ছেদে মন্ত্রী বলিতে প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী অন্তর্ভুক্ত।’

সুতরাং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগের বিষয়ে সংবিধানের কোথাও কোন কথা উল্লেখ নেই। তাই তাদের নিয়োগও অবৈধ। এ জন্য তাদের সুযোগ সুবিধা বাতিল করতে হবে বলে জানান মাহবুব উদ্দিন খোকন।

(দিরিপোর্ট/এআইপি/এপি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর