thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজবাড়ীতে গ্রেফতার ৭

২০১৩ নভেম্বর ২৬ ১৪:২৬:৪৯
রাজবাড়ীতে গ্রেফতার ৭

রাজবাড়ী সংবাদদাতা : দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণায় বিরোধী দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- পাংশা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. সেলিম মিয়া, পাংশা কলেজ শাখার সভাপতি ক্লাউভ, সহ-সভাপতি সোহাগ, পৌর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুহুলসহ সাতজন।

সকাল থেকে ১৮ দলীয় ঐক্য জোটের কোন নেতা-কর্মীকে রাজপথে দেখা যায়নি।

জেলায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ১১টায় রাজবাড়ী জেলা পুলিশ সুপার মো. রেজাউল হক ইঞ্জিনচালিত ট্রলিতে চড়ে রেললাইন পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্তি পুলিশ সুপার আহসান হাবীব, রেল বিভাগ পুলিশের (জিআরপি) উপ-পরিদর্শক এস আই মো. সিরাজুল হক, এএসআই আশরাফ, রেলওয়ে স্টেশন মাস্টার মো. হযরত আলীসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

স্টেশন মাস্টার মো. হযরত আলী জানান, রাজবাড়ীতে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল ৬টায় সাটল ট্রেন রাজবাড়ী থেকে ছেড়ে গোয়ালন্দ ঘাটে যায়।সকাল ৭টা ১৫ মিনিটে সাটল ট্রেন গোয়ালন্দ থেকে ছেড়ে এসে রাজবাড়ী হয়ে পোড়াদহ যায়।

খুলনা থেকে নকশীকাঁথা ট্রেন ১০টা ৩০ মিনিটে রাজবাড়ী হয়ে গোয়ালন্দ ঘাটে যায়।

রাজবাড়ী থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে জেলার অভ্যন্তরীন রুটে রিকশা, ভ্যান, টেম্পু, মাহেন্দ্র, অটোরিক্সা, নছিমন, বাইসাকেল, মোটরসাইকেলের চলাচল স্বাভাবিক রয়েছে।

(দিরিপোর্ট/কেটিএম/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

রাজবাড়ী

০১৭৪০ ৮৮ ৫৫ ৭১

২৬ নভেম্বর,২০১৩ইং

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর