thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সিলেটে আটক ৪, বুধবার বিশ্বনাথে হরতাল

২০১৩ নভেম্বর ২৬ ১৫:১১:২৪
সিলেটে আটক ৪, বুধবার বিশ্বনাথে হরতাল

সিলেট সংবাদদাতা : সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে মঙ্গলবার দুপুর ১টায় চার অবরোধকারীকে আটক করেছে পুলিশ। তাদের মুক্তির দাবিতে বুধবার বিশ্বনাথে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আটক নেতারা হলেন- বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গৌছ খান, বিশ্বনাথ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জামাল আহমদ, ছাত্রদল নেতা শাহ আমির ও মোবারক হোসেন।

পুলিশ জানায়, সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এ সময় ৮ রাউন্ড গুলি ছোড়ে।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রঞ্জন সামন্ত জানান, সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে তাদের সরিয়ে দেওয়া হয়। এ সময় চারজনকে আটক করা হয়।

তিনি গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করেন।

(দিরিপোর্ট/এমজেসি/এমএআর/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর