thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

অবরোধে বাস বন্ধ, লঞ্চ চলাচল স্বাভাবিক

২০১৩ নভেম্বর ২৬ ১৫:০৫:৫৯
অবরোধে বাস বন্ধ, লঞ্চ চলাচল স্বাভাবিক

দিরিপোর্ট প্রতিবেদক : ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধের প্রথম দিন ভোর থেকেই দূরপাল্লার সকল বাস চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার ভোর ৬টা থেকে অবরোধ শুরু হলেও সোমবার রাত ৮টার পর রাজধানী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি বলে জানা গেছে।

এদিকে সড়কপথে দূরপাল্লার যান চলাচল বন্ধ থাকলেও ঢাকার সঙ্গে নৌ-যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সদরঘাট লঞ্চ টার্মিনাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার সকালে রাজধানীর শ্যামলী ও কল্যাণপুর বাস কাউন্টার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার রাত ৮টার পর থেকে দূরপাল্লার সকল বাসের সিডিউল বাতিল করা হয়। একইসঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার আগ পর্যন্ত কোনো বাসের অগ্রিম টিকিট বুকিং নেওয়া হচ্ছে না।

হানিফ পরিবহনের শ্যামলী কাউন্টার ম্যানেজার জাকির হোসেন দিরিপোর্টকে বলেন, ‘সোমবার সন্ধ্যায় অবরোধ ডাকার পর থেকে আমাদের সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। সাতটার আগে যেসব বাস ছেড়ে গেছে শুধু সেগুলোর সিডিউল ঠিক ছিল। রাত আটটার পর থেকে সব বাসের সিডিউল বাতিল করা হয়।’

এদিকে যাত্রী না থাকলেও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে নিয়মিত লঞ্চ ছেড়ে যাচ্ছে বিভিন্ন জেলায়। তবে যাত্রী স্বল্পতার জন্য লঞ্চ ছেড়ে যাওয়ার সিডিউলে একটু বিলম্ব হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) সদরঘাট লঞ্চ টার্মিনালের ট্রাফিক বিভাগের যুগ্মপরিচালক সাইফুল ইসলাম খান দিরিপোর্টকে বলেন, ‘ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত ভোলা, বরিশাল রুটের ৪৫টি লঞ্চের মধ্যে ৪৪টি ফিরে এসেছে। আর এই সময়ের মধ্যে ৪টা লঞ্চ চাঁদপুর রুটে ছেড়ে গেছে এবং ২টি লঞ্চ ছেড়ে যাওয়ার অপেক্ষায় রয়েছে।’

সাইফুল ইসলাম বলেন, ‘স্বাভাবিক দিনে সকাল ১০টার মধ্যে ৯টি লঞ্চ ছেড়ে যাওয়ার কথা ছিলো। তবে যাত্রী স্বল্পতার জন্য প্রতিটি লঞ্চ স্বাভাবিক সময়ের চাইতে এক থেকে দেড় ঘণ্টা দেরিতে ছাড়ছে।’

টার্মিনালের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিআইডব্লিটিএ’র এই কর্মকর্তা বলেন, ‘সদরঘাট লঞ্চ টার্মিনালের নিজস্ব পুলিশ ফাঁড়ি থাকা সত্ত্বেও অতিরিক্ত নিরাপত্তার জন্য র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মধ্য নদীতে নৌ-পুলিশের টহলও বাড়ানো হয়েছে।’

এদিকে সদরঘাট টার্মিনাল কর্তৃপক্ষ লঞ্চ চলাচল স্বাভাবিক দাবি করলেও লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে ভিন্ন কথা। সংগঠনটির সাধারণ সম্পাদক ভাষ্কর চৌধুরী দিরিপোর্টকে জানান, ‘অবরোধের কারণে সকাল থেকেই ঢাকার সঙ্গে অন্যান্য রুটে লঞ্চ চলাচল পুরোটাই বন্ধ রয়েছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি কোম্পানি তাদের লঞ্চ ছাড়লেও তার সংখ্যা খুবই কম।’

বিরোধী জোটের অবরোধ কর্মসূচিতে মালিক সমিতির সমর্থন রয়েছে কী না এমন প্রশ্নের উত্তরে ভাষ্কর চৌধুরী বলেন, ‘অবরোধের পক্ষে-বিপক্ষে সমর্থনের কোনো বিষয় না। অনেক মালিকই চাচ্ছেন না ঝূঁকি নিয়ে লঞ্চ ছাড়তে। এখানে কোনো মালিককে বাধ্য করা হচ্ছে না লঞ্চ বন্ধ রাখার জন্য।’

লঞ্চ যোগাযোগ ব্যবস্থা ‘বিচ্ছিন্ন’ রয়েছে ভাষ্কর চৌধুরী এমন দাবি করলেও মালিক সমিতির অফিস সহকারীরা দিচ্ছেন ভিন্ন তথ্য।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অফিস সহকারী দিরিপোর্টকে বলেন, ‘সকাল থেকেই গ্যাংওয়ে-৪, ৫ ও ৭ হতে চারটি লঞ্চ চাঁদপুর রুটে ছেড়ে গেছে। আরো দুটি লঞ্চ ছাড়ার অপেক্ষায় রয়েছে।’

সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চ ছেড়ে যাওয়া ও ফিরে আসার বিষয়টি দিরিপোর্টকে নিশ্চিত করেছেন টার্মিনালটির পরিবহন পরির্দশক (টিআই) মো. মাহফুজ। এসময় তিনি লঞ্চ ছেড়ে যাওয়া ও ফিরে আসার সিডিউল তালিকাও দেখান।

এদিকে মেসার্স রহমান শিপার্স বাংলাদেশ লিমিটেড, হাইপ্রিট লিমিটেড, এশিয়াটিক ট্রেডিং করপোরেশনের সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্য মালিকপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কোম্পানিগুলোর দায়িত্বশীলরা।

রহমান শিপার্স বাংলাদেশ লিমিটেডের সুপারভাইজার কিবরিয়া দিরিপোর্টকে বলেন, ‘অবরোধকে সমর্থন দিয়ে সকাল থেকে আমাদের কোম্পানির সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্য মালিক পক্ষের নির্দেশ রয়েছে। সকালে ভোলা রুটের দুটি লঞ্চ ফিরে এসেছে। তবে আগামী বৃহস্পতিবারের আগ পর্যন্ত আমাদের কোনো লঞ্চ ছাড়া হবে না।’

(দিরিপোর্ট/এইচআর/এপি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর