thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মিছিল থেকে নিক্ষিপ্ত বোমায় পুলিশ সদস্য আহত

২০১৩ নভেম্বর ২৬ ১৫:২৮:৩৪

দিরিপোর্ট প্রতিবেদক : নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মিছিল থেকে ছোড়া হাত বোমায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন। তবে তার নাম জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের হয়। মিছিলটিতে কোন দলের ব্যানার ছিল না। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মিছিল লক্ষ করে কমপক্ষে ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করা হয়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এ ঘটনার সত্যতা স্বীকার করে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ জানান, আহত পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে মিছিলকারীরা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।

(দিরিপোর্ট/ডি/এসবি/জেএম/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর