thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়ায় যুবদলকর্মী নিহত, বুধবার হরতাল

২০১৩ নভেম্বর ২৬ ১৭:৩০:৪৮
বগুড়ায় যুবদলকর্মী নিহত, বুধবার হরতাল

বগুড়া সংবাদদাতা : বগুড়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় ১৮ দল।

নিহত যুবদলকর্মীর নাম ইউসুফ আলী (২৩)। তিনি জেলার শাজাহানপুর উপজেলার ঢাকুনতা গ্রামের মুকুল হোসেনের ছেলে।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮ দলের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, নিহত ইউসুফ যুবদলকর্মী। এর প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এ হরতালে জেলার ১৮ দল নেতাকর্মীরা সমর্থন দিয়েছেন বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ১৮ দলের ডাকা অবরোধ চলাকালে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় বগুড়া শহরতলীর বনানীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে সমাবেশ করার চেষ্টা করে অবরোধ সমর্থনকারীরা। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংর্ঘষ বাধে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি রাবার বুলেট, টিয়ারসেল ও গুলিবর্ষণ করে। এতে ইউসুফ আলী নিহত হয়।

বগুড়ার সহকারী পুলিশ সুপার (সদর ও মিডিয়া) গাজিউর রহমান বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংর্ঘষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তবে, কার গুলিতে নিহত হয়েছেন তা নিশ্চিত করে বলতে পারেননি তিনি।

অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ গুলি ছুড়েছে বলে জানান তিনি।

(দিরিপোর্ট/এএইচ/এসবি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর