thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ মে 24, ৩১ বৈশাখ ১৪৩১,  ৬ জিলকদ  1445

পিরোজপুরে অবরোধকারী পুলিশের সংঘর্ষ, আহত ১২

২০১৩ নভেম্বর ২৬ ১৯:১৭:৫৭
পিরোজপুরে অবরোধকারী পুলিশের সংঘর্ষ, আহত ১২

পিরোজপুর সংবাদদাতা : অবরোধের প্রথমদিন মঙ্গলবার পিরোজপুরের জুজখোলা ও পুরাতন বাসষ্ট্যাণ্ড এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সংঘর্ষে পুলিশ অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে ৭০ রাউণ্ড গুলি ও সাত রাউণ্ড টিয়ারসেল নিক্ষেপ করে। পুলিশের গুলিতে বিএনপি-জামায়াতের নয়জন আহত ও ইট-পাটকেল নিক্ষেপে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

পিরোজপুর-নাজিরপুর সড়কের জুজখোলা ও ভৈরমপুর এলাকায় বিএনপি-জামায়াত নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে সড়ক অবরোধ করে রাখে। ঘটনাস্থলে পুলিশ সকাল দশটায় পৌছালে অবরোধকারীদের সঙ্গে সংঘর্ষ বাধে।

এ সময় অবরোধকারীরা পুলিশকে ধাওয়া করে ইট-পাটকেল ও টোটা নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৭০ রাউণ্ড শর্টগানের গুলি ও সাত রাউণ্ড টিয়ারসেল নিক্ষেপ করে।

এদিকে পুলিশ মঙ্গলবার পিরোজপুর শহর থেকে থানা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি খায়রুল ইসলাম বাবুসহ তিনজনকে গ্রেফতার করে।

(দিরিপোর্ট/এফআইবি/এমএইচও/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর