thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক ও যুবলীগের ২ নেতা নিহত

২০১৩ নভেম্বর ২৬ ১৯:৫৫:২৯
সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক ও যুবলীগের ২ নেতা নিহত

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ২ নেতাকে হত্যা করেছে শিবিরকর্মীরা।

স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করেছে শিবিরকর্মীরা। জেলার কলারোয়ার দেয়াড়া ইউনিয়নে মঙ্গলবার বিকেল পাঁচটায় এ ঘটনা ঘটে। নিহত রবিউল ইসলাম দেয়াড়া গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

এর আগে একই ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে সকাল সাড়ে ১১টায় পিটিয়ে হত্যা করে শিবিরকর্মীরা।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরী ও সাতক্ষীরা ৩৮বিজিবির উপ-অধিনায়ক মেজর ফারুক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ঘটনাস্থলে পুলিশ ও বিজিবির বেশ কিছু সদস্য অবস্থান করছেন।

স্থানীয়রা জানান, দেয়াড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বাবুকে হত্যার খবরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের ক্ষুব্ধ নেতাকর্মীরা দেয়াড়া বাজারে জামায়াত-বিএনপির মালিকানাধীন ১০/১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে।

এ ঘটনার জের ধরে স্বেচ্ছাসেবক লীগ নেতা রবিউল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

(দিরিপোর্ট/এমআরইউ/এমএইচও/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর