thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বগুড়া, সিলেট ও সিরাজগঞ্জে হরতাল

২০১৩ নভেম্বর ২৬ ২০:৫৪:৩২
বগুড়া, সিলেট ও সিরাজগঞ্জে হরতাল

দ্য রিপোর্ট ডেস্ক : ১৮ দলীয় জোটের ডাকা অবরোধের প্রথম দিন সংঘর্ষ ও হতাহতের ঘটনায় বুধবার বগুড়া ও সিলেটের বিশ্বনাথে এবং বৃহস্পতিবার সিরাজগঞ্জে হরতালের ডাক দেয়া হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :

বগুড়া: মঙ্গলবার বিকেলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবদলকর্মী ইউসুফ নিহত হন। এ ঘটনার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে স্থানীয় ১৮ দল।

বগুড়া জেলা বিএনপির সভাপতি ও জেলা ১৮ দলের সমন্বয়ক সাইফুল ইসলাম বলেন, যুবদলকর্মী নিহতের প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। হরতালে জেলার ১৮ দল নেতাকর্মীরা সমর্থন দিয়েছেন বলে জানান তিনি।

সিলেট: সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে মঙ্গলবার দুপুর ১টায় চার অবরোধকারীকে আটক করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে বুধবার বিশ্বনাথে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

সিরাজগঞ্জ: অবরোধ চলাকালে পুলিশ-বিএনপি সংঘর্ষে এক যুবদলকর্মী নিহতের ঘটনায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

মঙ্গলবার দুপর ১২টার দিকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি ইকবাল হাসান মাহমুদ টুকু হরতালের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নিহত ছাকমান সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন।

(দ্য রিপোর্ট/এআইএম/এসবি/এমডি/নভেম্বর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর