thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

চুয়াডাঙ্গায় যাত্রীবাহী ট্রেনে আগুন

২০১৩ নভেম্বর ২৭ ০১:৪৮:২৬
চুয়াডাঙ্গায় যাত্রীবাহী ট্রেনে আগুন

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার উথলী স্টেশনে যাত্রীবাহী রকেট ট্রেনের ইঞ্জিনে আগুন দিয়েছে অবরোধাকারীরা। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটের দিকে পাবর্তীপুর থেকে খুলনাগামী ট্রেনটি উথলী স্টেশনে থামলে অবরোধকারীরা ট্রেনটিতে আগুন দেয়। এসময় তড়িঘড়ি করে ট্রেন থেকে নামতে গিয়ে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি স্টেশনে এসে থামার সাথে সাথে কয়েকজন যুবক ইঞ্জিন রুমে আগুন ধরিয়ে দেয়। এসময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দা ও জীবননগর থেকে ফায়ার সার্ভিসের গাড়ী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্টেশন মাস্টার এসএম আয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আগুন নিয়ন্ত্রণের পর ১২টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

জীবননগর থানার উপ-পরিদর্শক হাসেম আলী ঘটনাস্থল থেকে জানান, যারা ট্রেনে আগুন ধরিয়ে সাধারণ মানুষকে হত্যা করতে চেয়েছিলো তাদেরকে গ্রেফতার করতে অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এএস/ডব্লিউএস/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর