thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বাড্ডায় গাড়ি ভাঙচুর, পুলিশ সদস্য আহত

২০১৩ নভেম্বর ২৭ ০৯:১২:০০

দিরিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডা লিংকরোড এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় তাদের নিক্ষিপ্ত ককটেলে এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে।

সকাল সাড়ে ৮টার দিকে লিংকরোডে রাস্তা অবরোধ করে ১৮ দলীয় জোটের কর্মী-সমর্থরা। পুলিশ এসে তাদের বাধা দিলে সংঘর্ষ বাধে। এক পর‌্যায়ে অবরোধ সমর্থকরা পুলিশের গাড়িসহ যাত্রীবাহী ৮-১০টি গাড়ি ভাঙচুর করে। এসময় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করে। অবরোধকরীদের ছত্রভঙ্গ করতে কয়েক রাউন্ড টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ।

বাড্ডা থানার ওসি ইকবাল হোসেন বলেন, অবরোধকরীরা ভাঙচুর শুরু করলে পুলিশ বাধা দেয়। এসময় তাদের নিক্ষিপ্ত ককটেলে এক কনস্টেবল আহত হয়েছে। এছাড়া সেখানে পরিস্থিতি স্বাভাবিক আছে।

আহত পুলিশ কনস্টেবলের নাম জানা যায়নি।

(দিরিপোর্ট/কেজেএন/এমসি/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর