thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

টঙ্গীতে সংঘর্ষে আহত ১৫

২০১৩ নভেম্বর ২৭ ০৯:২৮:৩১
টঙ্গীতে সংঘর্ষে আহত ১৫

টঙ্গী সংবাদদাতা : গাজীপুরের টঙ্গীতে জামায়াত-শিবিরের কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

১৮ দলীয় জোটের ডাকা অবরোধের দ্বিতীয় দিন বুধবার সকালে সাড়ে ৭টার দিকে টঙ্গীর স্কুইব রোড থেকে জামায়াত-শিবিরের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চেরাগআলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করে এবং যানবাহন ভাংচুর শুরু করে। তারা ঢাকাগামী একটি মিনিবাসে অগ্নিসংযোগ করে। বেশ কয়েকটি ককটেলে বিস্ফোরণ ঘটায় তারা।

এসময় পুলিশ বিক্ষোভকারীদের উপর টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পুলিশ দুই দিক থেকে আক্রমণ করলে এক পর্যায়ে জামায়াত-শিবিরের কর্মীরা পিছু হটতে বাধ্য হয়।

(দ্য রিপোর্ট/এমএমএফ/ডব্লিউএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর