thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

লক্ষ্মীপুরে ৫ রুটে গাড়ি চলাচল বন্ধ

২০১৩ নভেম্বর ২৭ ০৯:৫১:৫৭
লক্ষ্মীপুরে ৫ রুটে গাড়ি চলাচল বন্ধ

লক্ষ্মীপুর সংবাদদাতা : ১৮ দলের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের দ্বিতীয় দিন বুধবার লক্ষ্মীপুরে সকাল থেকেই ৫টি রুটে সব ধরনের গাড়ি চলাচল বন্ধ রয়েছে।

ঢাকা-রায়পুর, রামগতি-লক্ষ্মীপুর, রামগঞ্জ-লক্ষ্মীপুর, ভোলা-লক্ষ্মীপুর সড়কসহ বিভিন্ন স্থানে সড়কে অবরোধ, বিক্ষোভ মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঢাকা-রায়পুর মহাসড়কে গাছ ফেলে রেখেছে অবরোধ সমর্থকরা।

অবরোধের সমর্থনে সকাল থেকে জেলা শহরের বিভিন্ন পয়েন্টে মিছিল বের করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। এ সময় সড়কে গাছের গুঁড়ি ফেলে ও বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে তারা। সকাল ৭টার দিকে জেলা শহরের উত্তর তেমুহনীতে বিক্ষোভ মিছিল করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ সময় একইস্থানে পৃথক মিছিল করে জামায়াত-শিবির। মিছিল থেকে ২০-২৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

নাশকতা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। সকাল থেকে বিভিন্ন স্থানে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

(দ্য রিপোর্ট/আরআইকে/ডব্লিউএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর