thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ইসিতে ককটেল হামলা

২০১৩ নভেম্বর ২৭ ১০:৩৫:৩৯
ইসিতে ককটেল হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয় কার্যালয়ের উত্তর পাশে ককটেল হামলা হয়েছে। এ হামলায় জড়িত অভিযোগে সাগর ও পলাশ নামে দুইজনকে আটক করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।

বুধবার সকাল সাড়ে নয়টার দিকে এই হামলা হয়। এতে পরিকল্পনা কমিশন কার্যালয়সহ নির্বাচন কমিশন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

শেরে বাংলা থানার ওসি মোহাম্মদ আবদুল মোমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, যে দুজন ঘটনাটি ঘটিয়েছে তাদের আমরা আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে সে ব্যাপারে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।

বোমা বিস্ফোরণের পর নির্বাচন কমিশন সচিবালয় চত্বরে পুলিশি টহল জোরদার ও প্রবেশ পথে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ইসি কর্মকর্তা বলেন, এই অবস্থায় নির্বাচনী কাজ চালিয়ে যাওয়া দুরূহ হবে।

(দ্য রিপোর্ট/এমএস-এনআইডি/ডব্লিউএস/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর