thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণ পুলিশের গুলি, আটক ২

২০১৩ নভেম্বর ২৭ ১১:২৭:১২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বংশাল থানার নবাব ইউসুফ মার্কেটের সামনে এবং সূত্রাপুর ও গেন্ডারিয়া থানা এলাকায় এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বংশাল থানাধীন নবাব ইউসুফ মার্কেটের সামনে অবরোধের সমর্থনে ৫-৬ জন বিএনপির নেতাকর্মীরা মিছিল করে। মিছিল শেষে ৭-৮টি ককটেলের বিস্ফোরণ ঘটায় তারা। এসময় পুলিশ কমপক্ষে ১৪ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় রুবেল ও সোহাগ নামের দুইজনকে আটক করে পুলিশ। মিছিলকারীরা পালিয়ে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানে আগুন লাগিয়ে দেয়। এতে পিকআপ ভ্যানটির চালকের বসার সিটের অংশ পুড়ে যায়।

বংশাল থানার পরিদর্শক (তদন্ত) আবুল হাসান বলেন, ‘বংশাল থানা এলাকায় ৫-৬টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং দুইজনকে আটক করা হয়েছে।’

এদিকে সূত্রাপুরের বানিয়ানগর মোড় ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ আতঙ্কিত হয়ে ৭-৮ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমসি/জেএম/নভেম্বর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর